Beanibazarview24.com






ফ্রান্স থেকে একটি মাছ ধরার নৌকা চুরি করে ১৭ অভিবাসী অবৈধভাবে ব্রিটেনে প্রবেশের চেস্টার অভিযোগে আটক করেছে সীমান্ত রক্ষা বাহিনী। তাদেরকে কেন্টের ডোবার সীমান্তে আসার সাথে সাথেই আটক করে বর্ডার ফোর্স। বিবিসি জানায় এসব লোক গভীর রাতে নৌকায় করে ব্রিটেনের প্রবেশের চেস্টা করছিল।
বর্ডার ফোর্স সতর্ক থাকায় তারা প্রবেশ করতে পারেনি।
ডোবার এন্ড ডিল এর এমপি চার্লি এলফিক বলেছেন, এটি একটি ক্রমবর্ধমান সমস্যা, যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। ব্রিটেনে প্রবেশের চেস্টা বন্ধ করতে হবে বর্ডার ফোর্সকে। তাদেরকে আরো সর্তক হওয়া উচিত।
তিনি সীমান্তের জন্য কেন্দ্রীয় বাজেট বৃদ্ধির দাবী জানান এবং হোম অফিসকে চোখ খোলার রাখার পরামর্শদেন।
Comments are closed.