Beanibazarview24.com





অস্ট্রেলিয়ার সিডনিতে সৈয়দা নিরুপমা (৩৫) নামের এক বাংলাদেশি নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ রবিবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে সিডনির মিন্টো এলাকার অবস্থিত তাদের নিজ বাড়ি থেকে ওই বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। এই ঘটনায় নিহত নারীর স্বামী আলতাফ হোসেনকে (৪৯) আটক করেছে পুলিশ। তার স্বামী সামান্য আহতও হয়েছে বলে জানিয়েছে ডেইলি মেইল অনলাইন।



স্থানীয় সময় আজ ভোরে এই দম্পতির এক আত্মীয় পুলিশকে ফোন করে ঘটনা জানায়। ফোন পেয়ে দ্রুত সময়ের মধ্যে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। বাড়ির গ্যারেজ থেকে পুলিশ নিরুপমার লাশ খুঁজে পায়। এ সময় বাড়ির ভেতর থেকে নিরুপমার ৬ ও ১০ বছর বয়সী দুই সন্তানকে উদ্ধার করে পুলিশ। নিরুপমার স্বামী আলতাফ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। তবে এ ঘটনার কোনো কারণ এখনো জানা যায়নি।



পুরান ঢাকার বাসিন্দা আলতাফ এবং নিরুপমা দীর্ঘ সাত থেকে বছর ধরে বাংলাদেশি–অধ্যুষিত মিন্টো এলাকার এই বাড়িতে বাস করতেন। এদিকে বাংলাদেশি নারীর রহস্যজনক মৃত্যুর খবর দ্রুত দেশটির গণমাধ্যমে ছড়িয়ে পড়লে শোক ছড়িয়ে পড়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। নিরুপমার প্রতিবেশী এবং পরিচিতজনেরা এই ঘটনা বিশ্বাস করতে পারছেন না। ডেইলি মেইলকে এক প্রতিবেশী বিস্ময় প্রকাশ করে বলেছেন, ‘আমরা এমন কিছু ভাবতেই পারছি না। কারণ তারা খুব ভালো মানুষ।’















Comments are closed, but trackbacks and pingbacks are open.