Beanibazarview24.com





এই মাসের শেষ থেকে কয়েকটি স্মার্টফোনে ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের মতো সোশ্যাল সাইট আর কাজ করবে না। এ তথ্য জানিয়েছে মাইক্রোসফট।
তারা জানিয়েছে, উইন্ডোজ ফোনের জন্য ফেসবুক সাপোর্ট বন্ধ করা হচ্ছে। তবে কয়েকটি থার্ড পার্টি অ্যাপ বা ওয়েবের সাহায্যে ফেসবুক চালানো যাবে। একই ঘটনা ঘটবে ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের ক্ষেত্রেও।
মাইক্রোসফট এরই মধ্যে উইন্ডোজ ফোন তৈরি বন্ধ করেছে। তাছাড়া আগামী মাস থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের মতো সোশ্যাল সাইট আর কাজ করবে না আর ডিসেম্বরের শেষ থেকে উইন্ডোজ ফোনের কোন নিরাপত্তা আপডেট দেবে না প্রতিষ্ঠানটি।
এতে করে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে, শুধু ফেসবুক নয়! উইন্ডোজ ফোনে ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার ৩০ এপ্রিলের পর বন্ধ হয়ে যাবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.