Beanibazarview24.com





কয়েক মাস আগে গৃহকর্মী হিসেবে আবুধাবি গিয়েছিলেন বাংলাদেশি তরুণী প্রিয়া আক্তার। চলতি সপ্তাহে তিনি প্রায় তিন হাজার মানুষের সামনে মঞ্চে নৃত্য পরিবেশন করতে যাচ্ছেন। গৃহকর্মী থেকে নৃত্যশিল্পী-এখনো ঘোর কাটছে না প্রিয়ার।
২৬ বছরের প্রিয়ার ভাষ্য, ‘আমার সন্দেহ হচ্ছে এটা বাস্তব নাকি স্বপ্ন!’
সংযুক্ত আরব আমিরাতের বার্তা সংস্থা ওয়ামকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়া জানিয়েছেন, বাংলাদেশে তার বাড়িতে অগ্নিকাণ্ডে কোনোমতে প্রাণে বেঁচে গিয়েছিল তার মেয়ে। প্রায় এক বছর ধরে মেয়ের চিকিৎসা করাতে গিয়ে তাকে বিপুল পরিমাণ অর্থ ঋণ হিসেবে নিতে হয়েছে। এই অর্থ পরিশোধের জন্য তাকে গৃহকর্মীর ভিসায় আবুধাবিতে আসতে হয়েছে।
ওয়াম জানিয়েছে, আবুধাবিতে গৃহকর্মী হিসেবে আসা এক স্বদেশী বান্ধবীর সামনে একদিন নেচেছিলেন প্রিয়া। ওই বান্ধবী প্রিয়ার নাচার এই দৃশ্য তার স্মার্টফোনে ধারণ করেন। পরে ওই গৃহকর্মী তিনি যেখানে কাজ করতেন সেই বাড়ির গৃহকর্তীকে দেখান। ওই গৃহকর্তী পরে ভিডিওটি তার বন্ধু জনিয়া ম্যাথিউয়ের কাছে পাঠান।
ম্যাথিউ স্টাইল ডিভা নামে একটি ফেইসবুক গ্রুপ পরিচালনা করেন, যার সদস্য সংখ্যা প্রায় ১২ হাজার। এছাড়া তিনি গত পাঁচ বছর ধরে আবু ধাবিতে ডানডিয়া নামে ভারতীয় একটি নৃত্য উৎসবের আয়োজন করে আসছেন। উৎসবে মেধাবি নারী নৃত্যশিল্পী ও গায়িকাদের অংশগ্রহণের জন্য অনুপ্রেরণা দেন ম্যাথিউ।
ম্যাথিউ বলেন, ‘আমি ভিডিওটিতে তার (প্রিয়া আক্তার) সহজাত প্রতিভা দেখে বিস্মিত হয়েছি। সে গৃহকর্মী সেটা জেনে আশ্চর্য বোধ করেছিলাম। তার নাচ আমাদে বিখ্যাত বলিউড নৃত্যশিল্পী নোরা ফাতেহির কথা মনে করিয়ে দিয়েছে।’
আগামী ৩ অক্টোবর রাত ৮টা থেকে ১২ পর্যন্ত খলিফা পার্কে ডানডিয়া নৃত্য উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রিয়া আক্তার দুই ভারতীয় নারীর সঙ্গে নাচবেন।
প্রিয়া জানান, গত শুক্রবার থেকে নৃত্য অনুশীলনের পর তার জীবনে পরিবর্তন এসেছে। এর আগে তার ভাবনা ছিলো কেবল ঋণ পরিশোধের জন্য অর্থ জমানো এবং দেশে বাবা-মায়ের কাছে রেখে আসা চার বছরের মেয়েটির চিকিৎসার অর্থ জোগাড়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.