Beanibazarview24.com
কয়েকদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে কিছু পেজের বিরুদ্ধে মানহানি মামলার হুমকি দিয়েছিলেন চিত্রনায়িকা বর্ষা। হঠাৎ করেই কেন এই নায়িকা ক্ষেপে গেলেন সে বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন তিনি।
একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বর্ষা বলেন, ‘আমার কাছে সবার আগে আমার স্বামী ও সন্তান। অথচ এই ভালো জিনিসগুলো তুলে না ধরে, আমি কোন রেস্টুরেন্টে যাই, কোন ফাইভস্টার হোটেলে খাই, কী ব্র্যান্ডের কাপড় পরি, নামটা কী ভুল বললাম না সঠিক বললাম এসব নিয়েই মেতে থাক। ভবিষ্যতে যারা আমার বিরুদ্ধে নেতিবাচক কিছু ছড়াবে তাদের বিরুদ্ধেই পদক্ষেপ নেব।’
কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে একটি পোশাক ব্র্যান্ডের নাম উচ্চারন নিয়ে কটাক্ষের শিকার হন বর্ষা। এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আমার কথা হচ্ছে গুচিকে আমি গুছি বললাম নাকি ঘুষি বললাম সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এটা বলেই তো ১২ বছর আমি কেনাকাটা করছি। যেখানে গিয়ে প্রোডাক্ট কিনছি তাদের তো কোনো সমস্যা হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যাদের সাথে চলাফেরা করি, ওঠাবসা করি, বিশেষ করে যারা বিদেশি থাকেন- তারা সকলেই আমাকে এপ্রিশিয়েট করেন।’
বর্ষার সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘কিল হিম’। এটি প্রযোজনা ও পরিচালনা করেছেন মো. ইকবাল। এতে তার বিপরীতে অভিনয় করেছেন অনন্ত জলিল। অন্যান্য চরিত্রে ছিলেন রুবেল, মিশা সওদাগর, সীমান্ত, রাহুল দেব, অ্যামিসহ আরও অনেকে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.