Beanibazarview24.com
ঢালিউড কুইন অপু বিশ্বাসকে ‘ফিতা কাটা নায়িকা’ বলেছেন চলচ্চিত্র প্রযোজক সিমি ইসলাম কলি। মূলত তাদের দুজনের মধ্যে ইউটিউব চ্যানেলের কনটেন্টের স্বত্ব নিয়ে চলমান দ্বন্দ্বের জেরে চিত্রনায়িকাকে এ কথা বলেন ওই প্রযোজক।
ফিতা কাটা নায়িকা তকমার বিষয়ে সংবাদমাধ্যমকে অপু বলেন, ‘শুনেছি, আমাকে হেয় করে কথা বলেছেন তিনি। আমাকে নিয়ে কথা বলার যোগ্যতা কী তার আছে? আমাকে বলা হয়- আমি নাকি ফিতা কাটা নায়িকা! যোগ্যদেরই তো ফিতা কাটতে অনুষ্ঠানে ডাকা হয়। ভ্যালুর কারণেই আমাদের মতো তারকাদের দিয়ে এমন অনুষ্ঠান করানো হয়। বড় বড় ক্রিকেটারদেরও নতুন প্রতিষ্ঠানে উদ্বোধন ও ফিতা কাটতে ডাকা হয়।’
অপু বিশ্বাসকে কেন ‘ফিতা কাটা নায়িকা’ বললেন, প্রশ্নের জবাবে সংবাদমাধমে কলি বলেন, ‘এটি আমি রাগের বশীভূত হয়ে বলে ফেলেছি।’
ইউটিউব চ্যানেলের কনটেন্টের স্বত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে, নিজের ইউটিউব চ্যানেল হ্যাক করে বন্ধ করার অভিযোগ এনে প্রযোজক সিমি ইসলাম কলি চিত্রনায়িকা অপু বিশ্বাস ও তার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের অ্যাডমিন জাহিদুল ইসলামের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন। রাজধানীর হাতিরঝিল থানায় গত সোমবার রাতে জিডি করেছেন ওই প্রযোজক। কলির ভাষ্য, আশ্বাস দিয়েও চ্যানেল ফেরত না পেয়ে সাধারণ ডায়েরি করতে বাধ্য হয়েছেন তিনি।
Comments are closed, but trackbacks and pingbacks are open.