Beanibazarview24.com






নিউইয়র্কে ডাকাত ধরতে গিয়ে আহত বিয়ানীবাজারের আমেরিকা প্রবাসী তরুন রাসেল আহমদ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে রয়েছেন। কিছু গনমাধ্যমে তিনি নিহত হয়েছেন এরকম খবরের ছড়ানো হচ্ছে। বাংলাদেশে মোহাম্মদ রাসেল আহমেদের বাড়ী খশির (উচ্চা বাড়ী) বৈরাগীবাজার, বিয়ানীবাজার, সিলেট।



প্রবাসী তরুন রাসেল আহমেদের বিয়ানীবাজারের বসবাসরত স্বজনরা বলেন, বিভিন্ন অনলােইনে সামাজিক যোগাযোগ মাধ্যেমে ছাড়ানো হচ্চে রাসেল আহমদ এর মৃত্যুর খবর। তাই তারা সকলে প্রতি আহবান করেন যাতে কেউ মৃত্যু গুজব না ছড়ায়।



উল্লেখ্য যে নিউ ইয়র্কে এক মুদি দোকান থেকে টাকা লুটে নিয়ে পালাতে থাকা ডাকাতদরে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন প্রবাসী এক বাংলাদেশি তরুণ। গত শনিবার রাতে বাংলাদেশি অধ্যুষিত এস্টোরিয়ার বনফুল সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। মোহাম্মদ রাসেল আহমেদের (৩০) এই সাহসকিতার গল্প স্থানীয় টেলিভিশনগুলোর খবরেও এসেছে।



বনফুল এবং আশপাশের সিসি ক্যামেরার ভিডিও পর্যবেক্ষণ করে এবং প্রত্যক্ষদর্শীতের সঙ্গে কথা বলে নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, তিন দুর্বৃত্ত পুলিশ পরিচয় দিয়ে ওই ডাকাতিতে অংশ নেয়। পুলিশের ‘ব্যাজ’ দেখিয়ে তারা বলে, দোকানে জাল টাকা আছে বলে তারা খবর পেয়েছে। এক পর্যায়ে তাদের একজন দোকানের ক্যাশ থেকে প্রায় দুই হাজার ডলার তুলে নেয়।



ওই দোকানের কর্মচারী আব্দুল কুদ্দুস পুলিশকে বলেছেন, ক্যাশ থেকে টাকা নেওয়ার সময় তিনি বুঝতে পারেন যে ওরা পুলিশ নয়, ডাকাত। কিন্তু তাদের হাতে পিস্তল দেখে তিনি ঘাবড়ে গিয়েছিলেন। দোকান মালিক ফারুক আহমেদের শ্যালক রাসেল তখন ভেতরেই ছিলেন।



ডাকাতরা টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে বুঝতে পেরে রাসেল তাদের পিছু ধাওয়া করেন। এক পর্যায়ে এক ডাকাত পিস্তল থেকে গুলি ছুড়লে রাসেলের পায়ে লাগে। এরপর তিন ডাকাত একটি ভ্যানে চলে পালিয়ে যায়।
রাসেলকে ভর্তি করা হয়েছে এলমহার্স্ট হাসপাতালে। তার পা থেকে গুলি অপসারণ করেছেন চিকিৎসকরা।















Comments are closed, but trackbacks and pingbacks are open.