Beanibazarview24.com






বলিভিয়ায় মানবপাচারের গড়ফাদার খ্যাত বাংলাদেশি ইকবাল মিয়া পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন । বলিভিয়ার ইন্টারপোল পুলিশের তথ্য অনুযায়ী, দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে ইকবাল মিয়ার বিরুদ্ধে অবৈধ পথে মানব পাচারের যথেষ্ট অভিযোগ রয়েছে ।



বর্তমানে ইকবাল মিয়াকে বলিভিয়ার পুলিশ রিমান্ডে নিয়েছে কিছু তথ্য-প্রমাণ যাচাই করার জন্য এবং স্বীকারোক্তির জন্য ।
সম্প্রতি বলিভিয়ার ইন্টারপোল বাংলাদেশি বেশ কয়েকজন মানব পাচারকারীকে গ্রেফতার করে ।
আমেরিকার চাপে অনেক আগে থেকেই পুলিশ সতর্ক ছিল ইকবাল কে ধরতে । তবে কোন এক বাংলাদেশীর সহযোগিতায় ইকবালকে গ্রেফতার করতে সক্ষম হয় ইন্টারপোল পুলিশ ।
ইকবাল এর সাথে সম্পৃক্ত মানব পাচারকারী গ্রুপ কে ধরতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলিভিয়া পুলিশ ।
তবে সংশ্লিষ্টদের ধারণা এই ঘটনায় বাংলাদেশীদের জন্য বলিভিয়ায় পোর্ট এন্ট্রি ভিসা বন্ধ হয়ে যেতে পারে ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.