Beanibazarview24.com
আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আযহা। গত কয়েকদিন ধরে সিলেটে বৃষ্টি কিছুটা কম হলেও আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা ক্রমান্বয়ে বাড়বে। ফলে ঈদের দিন সিলেট অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হবে।
আবহাওয়া অফিস জানায়, ঈদের দিন ও তার পরে দুদিন সিলেট অঞ্চলে কম-বেশি বৃষ্টিপাত হবে। মাঝারি ধরনের একটানা বৃষ্টিপাতও হতে পারে। আবহাওয়ার এ অবস্থা আগামী ২ জুলাই পর্যন্ত বজায় থাকবে। এরপর ফের তাপমাত্রা বাড়বে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর ওড়িশা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও অন্যত্র তা মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে।
মঙ্গলবার (২৭ জুন) সকাল পর্যন্ত সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.