Beanibazarview24.com
প্রেম করে বিয়ে করেছিলেন জামালপুরের মেলান্দহ উপজেলার যুবক ইশান মাহমুদ শ্রাবণ (২১)। তবে সেই বিয়ে একমাসও স্থায়ী হয়নি। ১০ দিনের মাথায় ডিভোর্স দিয়েছেন স্ত্রী। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এক মণ দুধ দিয়ে গোসল করে প্রেমে জড়ানো এবং বিয়ে না করার শপথ নিয়েছেন ওই যুবক।
শুক্রবার (১০ নভেম্বর) উপজেলার কুলিয়া ইউনিয়নের পরগলি গ্রামে এ ঘটনা ঘটে। তবে সোমবার (১৩ নভেম্বর) সকাল থেকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, ইশান সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তবে ছোটবেলা থেকে তিনি নানাবাড়ি থেকে লেখাপড়া করতেন। এসএসসি পাসের পর নিজ গ্রাম মির্জাপুর ফিরে আসেন। পরে নান্দিনা এলাকার শেখ আনোয়ার হোসেন কলেজে ভর্তি হন। এসময় স্থানীয় এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
তিন বছর প্রেমের পর গত ২৯ অক্টোবর জামালপুর ম্যাজিস্ট্রেট আদালতে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করেন তিনি। বিয়ের বিষয়টি জানাজানি হলে মেয়ের পরিবার ইশানের বাড়িতে আসে। কিন্তু তাদের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় বিয়ে মেনে নিতে অস্বীকৃতি জানায় মেয়ের পরিবার। একপর্যায়ে বুধবার (৮ নভেম্বর) ইশানকে ডিভোর্স দেন তার স্ত্রী।
এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন ইশান। এরপর তাকে নানাবাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেই শুক্রবার বিকেলে এক মণ দুধ দিয়ে গোসল করে প্রেমে না জড়ানো এবং বিয়ে না করার শপথ নেন তিনি।
ইশান মাহমুদ বলেন, বিয়ের মাত্র ১০ দিনের মাথায় তাকে ডিভোর্স দিয়েছেন স্ত্রী। এ স্মৃতি নিয়ে সারাজীবন কাটিয়ে দিতে চান তিনি। তবে তিনি নিজের ভুল শুধরে নিয়েছেন। সিদ্ধান্ত নিয়েছেন জীবনে আর প্রেম এবং বিয়ে করবেন না। একইসঙ্গে প্রাক্তন স্ত্রীকে ‘ক্ষমা করে’ দিয়ে তার প্রতি কোনো অভিযোগ নেই বলেও জানান এ যুবক।
কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম জাগো নিউজকে বলেন, বিষয়টি তিনি শুনেছেন। ফেসবুকে এ-সংক্রান্ত ভিডিওটি দেখেছেন।
সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম আলী জাগো নিউজকে বলেন, ‘আমি এলাকার বাইরে আছি। ঘটনা নিজ চোখে দেখিনি। তবে লোকমুখে এবং ফেসবুকের মাধ্যমে জেনেছি।’
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, বিষয়টি তার জানা নেই।
Comments are closed, but trackbacks and pingbacks are open.