Beanibazarview24.com





প্রা’ণঘা’তী করো’না ভাই’রাসের প্রাদু’র্ভাব বেড়েই চলেছে আয়ারল্যান্ডে। দেশটিতে এখন পর্যন্ত করো’নায় আ’ক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৯৪ জন এবং মৃ’ত্যু হয়েছে ১৫৮ জনের।



এমন অবস্থায় করো’না আ’ক্রান্ত রোগীদের চিকিৎসা’সেবা দিতে এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে একযোগে কাজ করতে চিকিৎসা পেশায় ফিরেছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী ডা. লিও ভা’রাদকার। স্থানীয় আইরিশ টাইমসের বরাত দিয়ে বিবিসি ও স্কাই নিউজ এই খবর দিয়েছে।



খবরে বলা হয়েছে, চিকিৎসক হিসেবে পুনরায় রেজিস্ট্রেশন করেছেন লিও ভা’রাদকার। তিনি অন্যান্য স্বাস্থ্যকর্মীর মতো কাজ করার প্রস্তাব দিয়েছেন।



আইরিশ পার্লামেন্টে নির্বাচিত হওয়ার আগে হাসপাতা’লের চিকিৎসক হিসেবে কাজ করেছেন ভা’রাদকার। তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিযু’ক্ত হওয়ার এক বছর আগে ২০১৩ সালে চিকিৎসা পেশা ত্যাগ করেন।



Comments are closed, but trackbacks and pingbacks are open.