Beanibazarview24.com





মহামারী করোনাভাইরাস করোনাভাইরাস থেকে বাঁচতে ‘হিজাব-নিকাব’ পরার পরামর্শ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার সন্ধ্যায় হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে তিনি এ পরামর্শ দেন।
মাস্কের ক্রমবর্ধমান চাহিদার ফলে বাজারে এর ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা করছে ট্রাম্প প্রশাসন। এজন্য মাস্ক না পেলে পরিষ্কার কাপড় দিয়ে মুখ ঢেকে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ট্রাম্পের ভাষায়, ‘কাপড়ের ঘনত্বের বিচারে স্কার্ফ (হিজাব-নিকাব) মাস্কের ভালো বিকল্প।’
তিনি আরও বলেন, ‘আমরা এ রোগের সংক্রমণ বিষয়ে আগে যা ভাবতাম তার বদল ঘটেছে। সাম্প্রতিক সময়ে গবেষণায় দেখা গেছে, কোনও লক্ষণ ছাড়াই অনেকে করোনা সংক্রমণের শিকার হয়েছেন। তাই মাস্ক পরাই ভালো কাজ।’
তবে একইসঙ্গে মাস্ক পরার প্রতি নিজের অনীহার কথা জানান তিনি। ট্রাম্পের যুক্তি, ‘ভালো অফিসে বসে মাস্ক পরে কাজ করা কার্যত অসম্ভব। তাই আমি এটা আমি পালন করতে রাজি নই।’
এ সময় বিষয়টিকে ঐচ্ছিক হিসেবে উল্লেখ করেন তিনি।
আমেরিকায় বর্তমানে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ৭৮ হাজার ৪৫৮। এর মধ্যে সাত হাজার ১৫৯ জনের মৃত্যু হয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.