Beanibazarview24.com





কানাডার কুয়েবেক শহরে একটি মসজিদে নামাজ পড়ার সময় ৬ মুসলিমকে গুলি করে হত্যার দায়ে আলেকজান্ডার বিসনেট নামে এক যুবককে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
২০১৭ সালের ২৯ জানুয়ারি রাতে ওই উন্মত্ত যুবক মসজিদে ঢুকে নির্বিচারে গুলিবর্ষণ করে ওই ৬ মুসল্লিকে হত্যা করে। এ সময় সমজিদে অবস্থানকারী ৩৫ মুসল্লি ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান।
স্থানীয় সময় শুক্রবার কানাডার একটি আদালত ওই দণ্ডাদেশ দেন। খবর তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুর।
আদালতে আইনজীবীরা বলেন, অপরাধের তুলনায় সাজাটা কম হয়ে গেছে। একজনকে হত্যার জন্য ২৫ বছরের সাজা হলে ৬ জনকে হত্যার দায়ে তার কমপক্ষে দেড়শ’ বছর কারাদণ্ড হওয়ার কথা।
কিন্তু বিচারক ফ্রান্সকোইস হুট আইজীবীদের বলেন, ১৫০ বছর সাজা হলে তা হতো কানাডার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদী সাজা। এ সাজা ভোগ করা অবস্থায়ই জেলখানায় ওই আসামির মৃত্যু হতো। এটা আরেকটা নির্দয় কাজ হতো।
বিচারক আদালতে ২৪৬ পৃষ্ঠার রায় ৬ ঘন্টায় পড়ে শুনান। এতে আসামিকে বর্ণবাদী ও সন্ত্রাসী বলেও আখ্যায়ীত করা হয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.