Beanibazarview24.com
কুয়েতে এক বাংলাদেশিকে হত্যার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে ক্রিমিনাল সিকিউরিটি সেক্টর। সম্প্রতি কুয়েতের আল-মাতলা এলাকায় ওই বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গ্রেফতাররা নিহত ব্যক্তির সহকর্মী ছিলেন। তারা বাংলাদেশিকে হত্যা করার কথা স্বীকার করেছে।
এ হত্যার ঘটনায় পঞ্চম সন্দেহভাজন এখনো পলাতক রয়েছেন।
খাইতান, ওয়াফরা, জিলিব ও আল-মাতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
এর আগে কুয়েতের মাতলা এলাকার একটি ভবনে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.