Beanibazarview24.com





জেল সুপার বন্দিকে মারধর করেছেন। মুসলিম সেই বন্দিকে না খাইয়ে রেখেছেন। গরম রড দিয়ে পিঠে লিখে দিয়েছেন ‘ওম্’।
ভারতের তিহড় জেল সুপারের বিরুদ্ধে শুক্রবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন ওই বন্দি; যার নাম নাবির; যিনি অস্ত্র সরবরাহের এক মামলায় জেল খাটছেন। দিল্লির এক আদালতে তাকে এদিন হাজির করা হয়। তিনি বিচারকের সামনে পিঠের জামা তুলে দেখান, প্রায় ছয় ইঞ্চি জায়গায় লিখে দেওয়া হয়েছে ‘ওম্’ মন্ত্র।
জেল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, কারও গায়ে যদি জোর করে কিছু লেখা হয়, তাহলে ‘ওম্’ শব্দটি অত নিখুঁতভাবে ফুটে উঠত না।
দিল্লির কারকারদোমা আদালত নির্দেশ দিয়েছে, ডেপুটি ইনস্পেকটর জেনাররেল অব প্রিজন ওই ঘটনার তদন্ত করবেন। দুইদিনের মধ্যে তিনি কোর্টকে রিপোর্ট দিয়ে জানাবেন, কী হয়েছিল।
বিচারক নির্দেশ দিয়েছেন, সিসিটিভির ফুটেজ দেখে ও জেলের অন্য বন্দিদের জিজ্ঞাসা করে জানতে হবে কী হয়েছিল। অভিযোগকারী বন্দি যাতে জেলে নিরাপদে থাকেন, তারও ব্যবস্থা করতে হবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.