Beanibazarview24.com






জোহরের নামাজে যাচ্ছিলেন মাওলানা। পথেই গাছের নিচে বসে গান শুনিছিলেন এক কিশোর। এই দেখে মাওলানা সাহেব তাকে ধ.ম.ক দিয়ে গান শোনা থেকে বিরত থাকতে বলেন। এই নিয়ে মাওলানা এবং কিশোরের মধ্যে বাগ.বি.ত.ণ্ডা হয়।




এক পর্যায়ে ওই কিশোর ‘এক টাকার মোল্লা’ বলে মাওলানাকে কি.ল-ঘু.ষি মা.রে। আরে এতেই মৃ.ত্যু হয় মাওলানার। আজ শনিবার দুপুরে কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া ২৭নম্বর রোহিঙ্গা শিবিরে এমন ঘটনা ঘটেছে।




কিশোরের কি.ল-ঘু.ষি.তে নি.হ.ত মাওলানা নুরুল হক এবং অ.ভি.যু.ক্ত কিশোর মোহাম্মদ জাবের উক্ত শিবিরের এ/৩ ব্লকের বাসিন্দা। উক্ত শিবিরের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ১৬, এপিবিএন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।




জানা গেছে, শনিবার দুপুরে মওলানা নুরুল হক মসজিদে জোহরের নামাজ আদায় করতে যাচ্ছিলেন। এসময় প্রতিবেশী রো.হি.ঙ্গা আইয়ুবের ছেলে মো. জাবের (এফসিএন নং ২৭৬৯০৫) বাড়ীর পাশে আমগাছের নিচে বসে মোবাইলে গান শুনছিল। বিষয়টি দেখে মাওলানা নুরুল হক তাকে এসব থেকে বিরত থাকতে ধমক দেন।




মাওলানার ধমকে বি.র.ক্ত হয়ে কিশোর জাবের বৃ.দ্ধ.কে ‘এক টাকার মৌলভী’ বলে তুচ্ছ তা.চ্ছিল্য করে। এতে নুরুল হক ক্ষি.প্ত হয়ে কিশোরকে ধাওয়া দিয়ে ধ.রে ফেলেন।
কিশোর জাবের তখন ‘এক টাকার মোল্লা’ বলেই বৃদ্ধ মাওলানার উপর ঝাঁ.পিয়ে পড়ে। সে নুরুল হককে কি.ল-ঘু.ষি মা.রে। এতে রোজাদার মাওলানা মাটিতে ঢলে পড়েন। পরে তাকে উ.দ্ধা.র করে রোহিঙ্গা শিবিরের এনজিও হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃ.দ্ধে.র মৃ.ত্যু হয়।
খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অ.ভি.যু.ক্ত রোহিঙ্গা জাবেরকে গ্রে.প্তা.র করা সম্ভব হয়নি। এ বিষয়ে মা.ম.লা দা.য়ে.রের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.