Beanibazarview24.com






গৃহকর্মী ও গামেন্টর্স শ্রমিক হিসেবে বাংলাদেশ থেকে প্রতিবছর বড় একটি অংশ যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে। তবে, গৃহকর্মীতে নিষেধাজ্ঞা থাকায় গামেন্টর্স কর্মী হিসেবে দেশটিতে যাচ্ছেন নারীরা।সংশ্লিষ্ট সেক্টরে কাজের মান এবং দক্ষতা দেখানোয় আবারো বাংলাদেশ থেকে ৯১৮ জন কর্মী নেয়ার আগ্রহ দেখিয়েছে দেশটি। জর্ডানের তৈরি পোশাক শিল্পের চারটি প্রতিষ্ঠান এসব নারী কর্মী চেয়ে আবেদন জানিয়েছে।



নির্মাণ শ্রমিক, গৃহকর্মী কিংবা পর্যটন খ্যাতে মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের আনাগোনা থাকলেও সম্প্রতি গামেন্টস সেক্টরে নারীদের দক্ষতা বেশ আশা জাগিয়েছে জর্ডানকে। সংশ্লিষ্ট এসব কর্মীরা মহিলা মেশিন অপারেটর পদে দেশটির গামেন্টর্স কোম্পানিতে নিয়োগ পাবেন। জর্ডানের ক্ল্যাসিক ফ্যাশন অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে ৪০০ জন, সিডনি অ্যাপারেলস এলএলসি ২৩০ জন, হাইটেক টেক্সটাইল ১৫০ জন ও তুশকার অ্যাপারেল ১৩৮ জন নারী কর্মী নেবে। এতে আবেদন করতে পারবেন বাংলাদেশের যেকোনো অঞ্চলের নারী কর্মীরা।



বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড জানিয়েছে, জর্ডানের এসব প্রতিষ্ঠানে নারী কর্মীদের আবেদনের যোগ্যতা হিসেবে দেশের যেকোনো কারখানায় মেশিন অপারেটর পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। প্রার্থীকে নূ্ন্যতম অক্ষরজ্ঞানসম্পন্ন হতে হবে। এছাড়া দেশের বাইরে কাজ করার মানসিকতা, পারিবারিক সমর্থন ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
পাশাপাশি অতিরিক্ত যোগ্যতা হিসেবে ইংরেজিতে লিখতে ও পড়তে জানা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন কোম্পানিগুলো। প্রার্থীকে বাংলাদেশের পাসপোর্টধারী হতে হবে। কোনো প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে তিনি অযোগ্যতা হিসেবে বিবেচিত হবেন। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সরাসরি সুইং মেশিনে টেস্ট এবং একই দিনে সাক্ষাতকার নেয়া হবে। ইতিমধ্যে বোয়েসেল-এর মাধ্যমে সরকারিভাবে নারী কর্মী বাছাই প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গেছে।
জর্ডানের ক্ল্যাসিক ফ্যাশন অ্যাপারেল ইন্ডাস্ট্রিজে কাজ করতে আগ্রহীরা ১৬, ২৩ ও ৩০ নভেম্বর বাংলাদেশ-জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, মিরপুর-২ ঠিকানায় সকাল ৭টায় হাজির হয়ে বাছাই পরীক্ষায় অংশ নিতে পারবেন। সিডনি অ্যাপারেলস এলএলসির প্রার্থীরা নভেম্বর ও ডিসেম্বর মাসের প্রতি শুক্রবার বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, মিরপুর রোড, দারুসসালাম, ঢাকায় সকাল ৮টায় অংশ নিতে পারবেন।
এছাড়া হাইটেক টেক্সটাইলে কাজ করতে আগ্রহীরা ১৬ নভেম্বর বাংলাদেশ-জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, মিরপুর-২-এ সকাল ৮টায় এবং তুশকার অ্যাপারেল লিমিটেডের প্রার্থীরা ১৬ ও ২৩ নভেম্বর বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, মিরপুর রোড, দারুসসালাম, ঢাকায় সকাল ৮টায় বাছাই পরীক্ষায় অংশ নিতে পারবেন।
বোয়েসেল আরো জানিয়েছে, সংশ্লিষ্ট চার কোম্পানিতে কাজ করার জন্য নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলে’র সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স, ১৫ শতাংশ ভ্যাট এবং অন্য সব সরকারি ফির টাকা নিয়োগ কোম্পানি পরিশোধ করবে। পাশাপাশি বিমান ভাড়াও দেবে কোম্পানিগুলো। তবে, মেডিকেল ফির জন্য এক হাজার টাকা, ফিঙ্গার প্রিন্টের ফি বাবদ ২২০ টাকা এবং অঙ্গীকারনামার স্ট্যাম্প ক্রয়ের জন্য তিনশ’ টাকা খরচ করতে হবে। তুশকার অ্যাপারেলের কর্মীদের বোয়েসেলের সব চার্জ বাবদ মোট ১৭ হাজার ৭৫০ টাকা জমা দিতে হবে।
বেতন-ভাতার বিষয়ে বোয়েসেল জানিয়েেছে, ক্ল্যাসিক ফ্যাশন অ্যাপারেলে কর্মীরা প্রতি মাসে মূল বেতন পাবেন ১৪ হাজার ৬৮৭ টাকা। সিডনি অ্যাপারেলস এলএলসির কর্মীরা পাবেন ১৫ হাজার ৮৬২ টাকা। হাইটেক টেক্সটাইলের কর্মীরা পাবেন ১৫ হাজার টাকা এবং তুশকার অ্যাপারেলে প্রায় ১৪ হাজার ১০০ টাকা। পাশাপাশি প্রতিদিন দুই ঘণ্টা ওভারটাইম করতে হবে। ছুটির দিনগুলোতে ডিউটি করলে পাওয়া যাবে বাড়তি টাকা। নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের থাকা-খাওয়া, চিকিৎসা ও যাতায়াতের সব সুবিধা দেবে কোম্পানিগুলো। এ ছাড়া হাজিরা ভাতা, টার্গেট ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব বোনাসসহ অন্যান্য সুবিধা দেয়ার কথা জানিয়েছে তারা।
প্রসংগত, ২০১৭ সালে জর্ডান সরকার দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রণে রাখার অজুহাত দেখিয়ে বাংলাদেশ থেকে গৃহকর্মী নেয়ায় নিষেধাজ্ঞা জারি করে। তবে গামেন্টর্স শ্রমিক হিসেবে দেশটিতে কয়েক দফা নারী কর্মী যাওয়া অব্যাহত রয়েছে। কিন্তু জনশক্তি রফতানি প্রক্রিয়ায় দেশটিতে নারী কর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন সংগঠন। অভিযোগ আছে, কর্মক্ষেত্রে নারী কর্মীদের শারিরীক ও মানসিক নির্যাতনসহ বেতন না দেয়ার মতো গুরুতর কারণ রয়েছে। যেকারণে এসব নারী শ্রমিকরা পালিয়ে দূতাবাসে আশ্রয় নেয়।
Comments are closed.