Beanibazarview24.com
মাহবুবুর রহমান চাষী অর্থাৎ চাষী আলম বিয়ে করতে যাচ্ছেন। এত দিন ব্যাচেলর দলে থাকলেও এবার ছাদনাতলায় বসতে হচ্ছে এই অভিনেতাকে।
বৃহস্পতিবার গায়েহলুদ শেষে আজ শুক্রবার সন্ধ্যায় তার বিয়ের অনুষ্ঠান।
জানা গেছে, কনের নাম নাম তুলতুল।
তিনি ঢাকারই মেয়ে। স্নাতক সম্পন্ন করলেও কী করছেন তা জানাননি চাষী আলম।
চাষী আলক বলেন ‘পারিবারিকভাবেই আমাদের বিয়ে হচ্ছে। গতকাল আমাদের গ্রামের বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠান হয়েছে।
আজ গুলশানের একটি রেস্তোরায় আমাদের বিয়ের অনুষ্ঠান হবে।’
চাষী আলমের ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে তার পরিচিতি ব্যাপকভাবে ছড়িয়েছে। তবে মারজুক রাসেলের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করে আলোচিত হয়েছেন।
গত ঈদে চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পায়।
ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল বেশ কয়েক দিন। তার মধ্যে তুমুল সাড়া ফেলেছে কাজল আরেফিন অমি পরিচালিত দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’।
Comments are closed, but trackbacks and pingbacks are open.