Beanibazarview24.com
অনেকটাই চুপিসারে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন ক্লোজআপ তারকা সানিয়া সুলতানা লিজা। জানা গেছে, লিজার স্বামীর নাম সবুজ খন্দকার। যুক্তরাষ্ট্রে স্টেজ শো করতে গিয়ে তার সঙ্গে পরিচয় হয় গায়িকার। এরপর গোপনেই সেরে ফেলেন বিয়ে।
লিজার বিয়ের খবর সম্পর্কে তার সহকর্মীরাও অবগত। কারণ, ঢাকার বিভিন্ন অনুষ্ঠানেও লিজার সঙ্গে দেখা যায় সবুজকে। তবে এই গায়িকার মুখ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি বিয়ে সম্পর্কে।
কারণ হিসেবে জানা যায়, সবুজ খন্দকারের আগের সংসারে স্ত্রী-সন্তান রয়েছে। তারপরও একটা সময় প্রেমের সম্পর্কে জড়িয়েছেন দু’জন। সেজন্যই তাদের বিয়ে নিয়েও রয়েছে লুকোচুরি।
উল্লেখ্য, ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিজা। এর ঠিক চার বছর পর ২০১২ সালের ২ মার্চ ইকবাল মাহমুদ লাভলু নামের একজন রাজনীতিবিদের সঙ্গে লিজার আক্দ হয় বলে শোনা যায়।
যদিও সেসময় লিজা বলেছিলেন, তাদের বাগদান হয়েছিল। কিন্তু পরে আর বিয়েটা করা হয়নি। ২০১৫ সালে সেই বাগদান ভেঙে গেছে বলেও জানিয়েছিলেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.