Beanibazarview24.com






সিলেটের গোলাপগঞ্জের শীলঘাটে মটর সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় দুই চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আমুড়া ইউনিয়নের শীলঘাটে এ ঘটনাটি ঘটে।



আটককৃতরা হলো- ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম রায়গড় গ্রামের হারুন মিয়ার পুত্র আকি আহমদ (১৮) ও মোঃ আবুল হোসেনের কানিশাইল (মাঝি পাড়া) গ্রামের মনসুর আহমদ (১৭)।



স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাতে আমুড়া ইউনিয়নের শিলঘাট গ্রামের তুহিন আহমদের সিলেট হ-১১-১২৩৯ নাম্বারের (Rx-100) মোটরসাইকেল বাড়ির নিচ থেকে চুরি করে নিয়ে যাওয়ার সময় চোর চক্রের ওই দুই সদস্যকে স্থানীয়রা আটক করে প্রথমে গণধোলাই দেয়। পরে স্থানীয়রা এ দুই চোরকে পুলিশে সোপর্দ করে। এসময় আরো দুই চোর পালিয়ে গেছে বলেও জানান স্থানীয়রা।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম ফজলুল হক শিবলীর সাথে যোগাযোগ করা হলে তিনি আটকের বিষয়টি নিশ্চিত করেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.