Beanibazarview24.com
গ্রিসের কোস দ্বীপ থেকে নিখোঁজ ২৭ বছর বয়সী পোলিশ নাগরিক আনাস্তাসিয়া-প্যাট্রিসিয়া রুবিনস্কার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার বাংলাদেশি পুলিশ হেফাজতে তদন্তাধীন রয়েছেন।
রোববার রাতে গ্রেফতার বাংলাদেশির বাসস্থান থেকে এক কিলোমিটার দূরের একটি নির্জন স্থান থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বিভিন্ন পত্রিকার তথ্যানুযায়ী, এক নারী স্বেচ্ছাসেবী প্রথমে খুঁজে পান মরদেটি। শরীরের অর্ধেকটা কালো ব্যাগের ভেতরে আর বাকি অর্ধেক একটি চাদরে মোড়ানো ছিল। মরদেহে কোনো আঘাতের চিহ্ন ছিলো না। ঘাসের মধ্যে ডালপালা এবং শুকনো ঘাস দিয়ে ঢেকে রাখা ছিল। মরদেহটি নগ্ন ছিল এবং তার শরীর একটি চাদরে মোড়ানো ছিল।
গ্রিসে নিখোঁজ পোলিশ নারীর মরদেহ উদ্ধার, বাংলাদেশি গ্রেফতার
এ ঘটনায় আটক বাংলাদেশের ৩২ বছর বয়সী এক ব্যক্তি তদন্তাধীন এবং তার ব্যক্তিগত জিনিসপত্র পুলিশের ফরেনসিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য এথেন্সে রয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্তকরণে তদন্ত চলছে। গ্রেফতার মূল সন্দেহভাজন বাংলাদেশি ৩২ বছর বয়সী ব্যক্তির সঙ্গে ওই নারীর নিখোঁজ হওয়ার আগে শেষ দেখা হয়েছিল। বাংলাদেশি ছাড়াও তার পাকিস্তানি রুমমেটকেও তদন্ত করছে পুলিশ।
জেনেটিক উপাদানের বিশ্লেষণ থেকে প্রাপ্ত প্রমাণগুলোও গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশি ব্যক্তি যেই বাড়ি থাকতেন, সেই বাড়িতেই ওই পোলিশ নারী আনাস্তাসিয়ার ডিএনএ পাওয়া গেছে বলে স্থানীয় বিভিন্ন পত্রিকার সংবাদে উল্লেখ করা হয়েছে।
তবে গ্রেফতার বাংলাদেশি নাগরিকের নাম ও পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.