Beanibazarview24.com
রংপুরের তারাগঞ্জ উপজেলার শিক্ষার্থী আব্দুল্লাহ্ আল মামুন (১৪) রংপুর জিলা স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। বিজ্ঞান বিভাগ থেকে সে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
শুক্রবার (২৮ জুলাই) এসএসসির ফলাফলে দেখা যায় সে জিপিএ-৫ পেয়েছে। কিন্তু যখন ফলাফল প্রকাশ হলো তখন আবদুল্লাহ আল মামুনের জানাজার প্রস্তুতি চলছিল।
বৃহস্পতিবার রাতে মামুন রক্তশূন্যতা রোগে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এতে শোকের ছায়া নেমে এসেছে রংপুর জিলা স্কুলের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে। সহপাঠীরা আজ আনন্দের দিনেও শোকে কাতর হয়েছে।
আব্দুল্লাহ্ আল মামুনের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার ডাংগীরহাট এলাকায়। তার বাবার নাম মো. মোস্তফা জামান ও মায়ের নাম মোছা. আরজিনা বেগম। মামুন দুই ভাইয়ের মধ্যে বড়। তার ছোট ভাই একই স্কুলের ছষ্ঠ শ্রেণির ছাত্র।
আব্দুল্লাহ আল মামুনের বাবা স্কুলশিক্ষক মোস্তফা জামান বলেন, আমার দুই ছেলের মধ্যে মামুন বড়। তার লেখাপড়ার প্রতি খুব মনোযোগ ছিল। ছেলেটা আমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেল। বাবা আমার (মামুন) পরীক্ষায় ভালো ফলাফল করছে। সে জানতেও পারলো না। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.