Beanibazarview24.com





বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক বিষয়ে কথা বলে নেট দুনিয়ায় বেশ আলোচিত চরিত্র সেফাত উল্লাহ ওরফে সেফুদা। তবে এবার তিনি যা করলেন, সেটা নিশ্চিতভাবেই সীমা লংঘন। কয়েকদিন আগে ফেসবুক লাইভে এসে সেফাত উল্লাহ সেফুদা পবিত্র কোরআন শরিফ নিয়ে অবমাননাকর বক্তব্য দেয়। বিষয়টি নিয়ে ফেসবুকে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে এক নারী ভিডিও শেয়ারিংয়ের অ্যাপ টিকটক এ কান্নারত অবস্থায় সেফুদার বিচার চেয়েছেন, যা এই মুহূর্তে ভাইরাল।



টিকটক ভিডিওতে সেই নারী বলেছেন, ‘টিকটকের সব ভাই বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আপনাদের সবার কাছে হাতজোড় করে অনুরোধ করে বলতেছি, আপনারা সবাই টিকটকে অংশগ্রহণ করতেছেন; অংশগ্রহণ করেন। প্লিজ, আজকের দিনটা সবাই সেফু *** (গালি) জন্য করেন। সবাই একটা করে ভিডিও বানান, ও (সেফুদা) কোরান শরীফরে যেভাবে অপমান করছে, দুনিয়া ধ্বংস হইতে বেশিদিন লাগবে না।’



‘সো প্লিজ, সবাই একটা করে ভিডিও বানান যারা মুসলমান আছেন। ওর বিরুদ্ধে কথা বলে একটা করে ভিডিও বানান যেন ওর শাস্তি হয়। দেখেন, দুনিয়া ধ্বংস হইতে বেশিদিন লাগবে না। দুনিয়া ধ্বংস হওয়ার সময় চলে আসছে। আস্তাগাফিরুল্লাহ! আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক।’



এর আগে সেফাত উল্লাহ সেফুদাকে দেশে অথবা বিদেশে আইনের হাতে তুলে দিতে পারলে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করছেন ফেনীর ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
দেখুন ভাইরাল হওয়া ভিডিও :















Comments are closed, but trackbacks and pingbacks are open.