Beanibazarview24.com





ডিমের গায়ে ভেসে উঠেছে আল্লাহ ও রাসূলের নাম। রবিবার সকালে পাবনার আটঘরিয়া পৌর এলাকার জালালের ঢালু নামক গ্রামের মো. জিল্লুর রহমানের বাড়িতে এমন একটি হাঁসের ডিমের দেখা মিলেছে। এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় করেন আল্লাহ লেখা ডিমটি দেখার জন্য।



জানা গেছে, মো: জয়নাল হোসেনের ছেলে জিল্লুর রহমান তার বাড়িতে ৭টি হাঁস পালন করে। এর মধ্যে বেশ কয়েকটি হাঁস ডিম দেয়। হঠাৎ করে রবিবার সকালে জিল্লুর রহমান হাঁসের ঘর থেকে ডিম সংগ্রহ করতে গেলে একটি হাঁসের ডিমে আরবিতে স্পষ্ট আল্লাহ রাসুলের নাম লেখা দেখতে পায়।



এর পরই তিনি স্থানীয় মাদ্রাসায় একজন হুজুরকে দেখালে তিনি আল্লাহ রাসুলের নাম লেখা রয়েছে মর্মে বিষয়টি নিশ্চিত করেন।
এরপরই এলাকায় জানাজানি হলে উৎসুক জনতা ডিমটি দেখার জন্য তার বাড়িতে ভিড় জমাচ্ছে। বিয়য়টি নিয়ে এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.