Beanibazarview24.com
গ্রিস ভ্রমণে বাংলাদেশিদের ভিসার আবেদন জমা দেওয়ার জন্য আর নয়াদিল্লিতে ভ্রমণ করতে হবে না। পর্যটন, কর্মসংস্থান, পারিবারিক পুনর্মিলন, পড়াশোনাসহ সব ধরনের ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশের নাগরিকরা এখন ঢাকায় নতুন চালু হওয়া গ্রিসের ভিসা আবেদনকেন্দ্র থেকে আবেদন করতে পারবেন।
গ্রিসের কূটনৈতিক ও কনস্যুলার কর্তৃপক্ষের একচেটিয়া বহিরাগত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রিস ভিসা ওয়ার্ল্ড সেন্টার (জিভিসিডব্লিউ) ভিএফএস গ্লোবালের সাথে অংশীদারিত্বে সকল ভিসা ক্যাটাগরির আবেদন গ্রহণের জন্য ঢাকায় একটি ডেডিকেটেড সেন্টার চালু করেছে।
ভিসা আবেদনকারীদের ঢাকার বোরাক মেহনুর টাওয়ারের ৮ম তলায় (৫১/বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী) ভিএফএস গ্লোবাল জয়েন্ট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (জেভিএসি) পরিদর্শন করার আগে আবেদন ও ফিংগারের জন্য অবশ্যই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হবে।
লিংক: https://bd-gr.gvcworld.eu/en/online-visa-application
ভিএফএস গ্লোবালের চিফ অপারেটিং অফিসার (দক্ষিণ এশিয়া) প্রবুদ্ধ সেন বলেন, নতুন ভিসা আবেদন কেন্দ্রটি বাংলাদেশের জনগণকে ব্যাপকভাবে উপকৃত করবে, যাদের মধ্যে অনেকেই কাজ, শিক্ষা, ব্যবসা এবং অবকাশের জন্য গ্রিস ভ্রমণে আগ্রহী।
অত্যাধুনিক নতুন ভিএসি নিয়মিত আবেদনকারীদের জন্য ডেডিকেটেড জমা কাউন্টার এবং ঐচ্ছিক প্রিমিয়াম লাউঞ্জ পরিষেবা দিয়ে সজ্জিত।
Comments are closed, but trackbacks and pingbacks are open.