Beanibazarview24.com






ইসলাম গ্রহণ করেছেন নাইজেরিয়ার আমেরিকান ইউনিভার্সিটির (এইউএন) তিনজন মার্কিন অধ্যাপক। বিশ্ববিদ্যালয়টি নাইজেরিয়ার আদামাওয়ার প্রদেশের রাজধানী ইয়োলাতে অবস্থিত।



এই অধ্যাপকদের ইসলামে ধর্মান্তরিত হওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ইমাম উস্তাজ দাউদা বেলো মুসলিম সম্প্রদায়ের সঙ্গে উপস্থিত ছিলেন।
নতুন ধর্মান্তরিত প্রফেসরদের সেখানকার মুসলিম সম্প্রদায়ের লোকেরা স্বাগত জানান এবং তারা একসঙ্গে তাদের সঙ্গে নামাজ আদায় করেন।



ইসলাম গ্রহণ করা এই অধ্যাপকেরা হলেন, লিয়নেল রলিনস, গ্যাব্রিয়েল ফস্টার এবং ট্রিসন পরভিস। তাদের মধ্য রলিনস হচ্ছেন একজন অবসরপ্রাপ্ত আমেরিকান মেরিন অফিসার এবং এইউএন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রধান। ফস্টার এইউএন ইউনিভার্সিটির প্রিন্টিং প্রেসের ডিরেক্টর এবং পরভিস বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র লেকচারার।



প্রফেসরগণ জানান, ধর্মের ওপর ভালভাবে গবেষণা করার পর তারা ইসলামে ধর্মান্তরিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা আরো বলেন, এখন তারা বিশ্বাস করছেন যে ইসলামই হচ্ছে জীবনের সেরা পথ।





















Comments are closed, but trackbacks and pingbacks are open.