Beanibazarview24.com





মো.শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা:
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে শুক্রবার (১৯ এপ্রিল) রাত প্রায় ৯টার সময় সন্ত্রাসীদের গুলিতে পারভেজ সরদার (২৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। নিহত পারভেজের বাড়ি শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নে। তার বাবার নাম দেলোয়ার সরদার ও মা পারভীন আক্তার।



পারভেজের মামা সুমন আহমেদ বলেন,
পারভেজ ২০১৭ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় এসেছিলেন। কেপটাউন শহরের একটি দোকানে সেলসম্যানের কাজ করতেন তিনি। স্থানীয় নিগ্রো সন্ত্রাসীরা কিছুদিন আগে তার কাছে চাঁদা দাবি করে। শুক্রবার পারভেজ চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা দোকানে ঢুকে পারভেজকে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



তিনি আরো বলেন, দক্ষিণ আফ্রিকার মধ্যে কেপটাউন ছিল শান্তির শহর। এখানে কোন খুনাখুনী ছিলনা কিন্তু বর্তমানের অবস্থা খুবই খারাপ।
এর আগে ২ মার্চ আমার মামা জহিরকে কুপিয়ে হত্যা করে স্থানীয় সন্ত্রাসীরা। এরপর শুক্রবার ২০ এপ্রিল আমার ভাগিনা পারভেজকে গুলি করে হত্যা করা হলো।
Comments are closed, but trackbacks and pingbacks are open.