Beanibazarview24.com





উন্নত জীবনের আশায় ও পরিবারে স্বচ্ছলতা ফেরাতে ভিনদেশে পাড়ি জমিয়ে বিভিন্ন সময়ে খুনের শিকার হচ্ছেন বাংলাদেশিরা। সবশেষ খুন হন ইকবাল নামে এক বাংলাদেশী।



জানা যায়, দক্ষিণ আফ্রিকা ব্লুমপন্টিন শহরের বোসাবেলোর কে সেকশন লোকেশনে ইকবাল নামে এক বাংলাদেশী ভাইকে গুলি করে হত্যা করেছে দক্ষিণ আফ্রিকার কৃষাঙ্গ সন্ত্রাসীরা। নিহত ইকবালের দেশের বাড়ি ফেনী দাগনভূঁইয়া।



দক্ষিণ আফ্রিকার বোসাবেলো থেকে এক বাংলাদেশি ফোন করে জানান যে, ইকবাল ও তার দোকানের পার্টনার তারা দোকানের বাহিরে ছিলো। যখন তারা রাত ৯টার সময় দোকানে ফিরছিলেন তখন তাদের পিছু নিয়েছে দুতিন জন কৃষাঙ্গ সন্ত্রাসী এবং দোকানের সামনে গাড়ি থেকে নামার সময় তাদেরকে অস্ত্র ধরলে ইকবালের পার্টনার সহ দৌড়ে দোকানের ভেতরে ডুকে দরজা বন্ধ করলেও তারা দরজায় ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে ইকবালকে গুলি করে হত্যা করে নগদ টাকা পয়সা ও মূল্যবান জিনিস পত্র নিয়ে পালিয়ে যায়।















Comments are closed, but trackbacks and pingbacks are open.