Beanibazarview24.com






২৪ ঘন্টার ব্যবধানে সাউথ আফ্রিকায় আবারো খুন হল বাংলাদেশী ব্যবসায়ী মুহাম্মাদ আব্দুর রহিম।সাউথ আফ্রিকার প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়া সংলগ্ন সহানবাগ এলাকায় এই খুনের ঘটনাটি ঘটে।



জানাযায়,গতকাল বৃহস্পতিবার রাতে আব্দু রহিম দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে কয়েকজন কৃষ্ণাঙ্গ অস্ত্রধারী লোক ডাকাতির উদ্দেশ্যে তার উপর হামলা করে এবং উপর্যপরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।নিহত আব্দু রহিমের দেশের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগের ফকির হাটে।



উল্লেখ্য,এই নিয়ে গত ২৪ ঘন্টায় সাউথ আফ্রিকায় ৩ জন বাংলাদেশী নিহত হল।এর মধ্য ১ জন গুলিতে ১ জন ছুরিকাঘাতে ও ১ জন হার্ট স্ট্রোক করে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়।
এছাড়া গত ১ মাসে সাউথ আফ্রিকায় শুধুমাএ বাংলাদেশী খুন হল ২৫ জন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.