Beanibazarview24.com
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসের পার্কচেস্টারে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি ইমাম নিহত হয়েছেন। নিহত মো. মুহিবুর রহমান ব্রঙ্কসের টার্নবুল অ্যাভিনিউয়ের ক্যাসল হিল আইডিয়াল ইসলামিক সেন্টারে ইমামতি করতেন।
সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এশার নামাজের উদ্দেশে মসজিদে যাচ্ছিলেন ইমাম মুহিবুর রহমান। এসময় টার্নবুল অ্যাভিনিউ ও ক্যাসল হিল স্ট্রিটের ওপরে একটি বেপরোয়া প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সিটিতে ২৫ মাইল বেগে গাড়ি চালানোর নিয়ম থাকলেও প্রাইভেট কারটির গতিবেগ ছিল ৫০-এর ওপরে।
নিহত ইমাম মুহিবুর রহমানের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বানিগ্রামে। তিনি প্রায় ২০ বছর ধরে সপরিবারে ব্রঙ্কসে বসবাস করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।
তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বাদ এশা পার্কচেষ্টার জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.