Beanibazarview24.com
চাকরির প্রথম পদায়নেই ঘুষ নিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন ভারতের ঝাড়খণ্ডের সরকারি এক কর্মকর্তা। আট মাস আগে ঝাড়খণ্ডের কোডারমার সমবায় বিভাগের সহকারী রেজিস্ট্রার পদে যোগ দিয়েছিলেন তিনি।
প্রথম পদায়ন পাওয়ার পর অফিসে যোগ দিয়েই স্থানীয় সংগঠনের কাছ থেকে ঘুষ চাওয়া হয়েছে, এই মর্মে অভিযোগ আসার পরেই ফাঁদ পাতেন দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা।
গত ৭ জুলাই মিতালিকে গ্রেপ্তার করে এসিবি।
তাঁর ঘুষ নেওয়ার ভিডিয়ো এবং ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।
ঝাড়খণ্ডের হাজারীবাগের দুর্নীতি দমন ব্যুরোর (এসিবি) একটি দল ঘুষ গ্রহণের সময় সরকারি ওই কর্মকর্তাকে হাতেনাতে ধরে ফেলেছে। সরকারি এই কর্মকর্তার নাম মিতালি শর্মা। আট মাস আগে ঝাড়খণ্ডের কোডারমায় সমবায় বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
এটি ছিল তার প্রথম পোস্টিং।
গ্রেপ্তারের বিষয়ে এক এসিবি কর্তা জানিয়েছেন, মিতালি ‘কোডারমা ব্যাপার সহযোগ সমিতি’ নামে একটি স্থানীয় সংগঠন আচমকা পরিদর্শন করেন। সেখানে বেশ কিছু অনিয়ম খুঁজে পান তিনি। সংগঠনের কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার শর্তে তিনি ২০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ।
সরকারি আধিকারিক ঘুষ চাইছেন, সে কথা সংগঠনের এক সদস্য রামেশ্বরপ্রসাদ যাদব জানিয়ে দেন এসিবির ডিজিকে। দায়ের হয় অভিযোগ। এসিবির একটি দল তদন্তে নামে এবং প্রাথমিকভাবে জানতে পারে, মিতালি সত্যিই ২০ হাজার টাকা ঘুষ চেয়েছেন। তখন মামলা রুজু করে ফাঁদ পাতা হয়।
গত ৭ জুলাই ঘুষের প্রথম কিস্তি হিসাবে ১০ হাজার টাকা নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যান মিতালি।
গ্রেপ্তার করার পর মিতালিকে হাজারিবাগে নিয়ে যাওয়া হয়। বিষয়টির বিশদ তদন্ত শুরু হয়েছে।
সূত্র : আনন্দ বাজার ও ইন্ডিয়া টুডে
Comments are closed, but trackbacks and pingbacks are open.