Beanibazarview24.com
বলিউডের “খুফিয়া” সিনেমায় সমকামী চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নির্মাতা বিশাল ভরদ্বাজের সিনেমাটি গত ৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।
সিনেমায় হিনা রহমান বা অক্টোপাস চরিত্রে বাঁধন আর কৃষ্ণা মেহরা চরিত্রে অভিনয় করেছেন সহশিল্পী টাবু। টাবুর সঙ্গে সমকামী ভূমিকায় দেখা গেছে বাঁধনকে। তাদের মধ্যকার তথ্য আদান-প্রদানের সম্পর্ক বিছানা পর্যন্ত গড়ায়। টাবুর সঙ্গে বাঁধনের ওইসব ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে।
এবার সমালোচকদের উদ্দেশে মুখ খুললেন অভিনেত্রী বন্যা মির্জা। তিনি জেন্ডার ডাইভারসিটির বিষয়টি আলোচনায় নিয়ে এলেন। বললেন, “ভাই রে, প্রেম কেবল নারীর সঙ্গে পুরুষের হবে এটা হলো পুরুষের ভাবনা। সব কিছুই পুরুষদের পেতে হবে! আর সমকামিতাও একটা কোনো বিশেষ বিষয় না। তারও হাজার রকম আছে। শিখছেন একটা শব্দ, ওটা নিয়েই বসে আছেন! জগতে কতরকম জেন্ডার আছে। তাহলে সকলের আলাদা ভাবনাও আছে। এটাই তো স্বাভাবিক বিষয়।”
নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে বন্যা মির্জা আরও বলেন, “একটা গল্প বলি নিজের অভিজ্ঞতা থেকে। আমি যখন একজন ‘পতিতা’ চরিত্র করি, তখন ‘পতিতা’ চরিত্র কেউ করতে চাইতেন না। আমার কাছে আসতো সেই চরিত্র করার জন্য, আর আমি করতাম। এইডস রোগের নামও তখন নতুন শুনছি আমরা। তো গল্পের সেই পতিতার আবার এইডস হলো। বিষয়বস্তু মোটামুটি এ রকম।”
পতিতা চরিত্রে অভিনয় করার কারণে তার সহকর্মীরাও তাকে নিয়ে সমালোচনা করেছিলেন- উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, “আমার কলিগরা তো বললেনই এ রকম চরিত্র করা আমার ঠিক হয়নি। এমনকি আমার তৎকালীন বয়ফ্রেন্ডও মোটামুটি ধরেই নিলেন যে, আমারই এইডস হয়েছে! গালি তো দিলেনই, নোংরা কথায় নানান রকম খোঁটা দিতে থাকলেন। আমি নাকি বেশি স্মার্ট হয়ে গেছি। নাটকের নাম ‘খণ্ড-ৎ’। নজরুল কোরেশীর পরিচালনা।”
মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত একটি নাটকে পতিতা চরিত্র রূপায়ন করেছিলেন বন্যা মির্জা। সেই ঘটনা বর্ণনা করে তিনি বলেন, “তারপর ‘রোদ মেখো সূর্যমূখী’, মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত। এখানে আবার পতিতাকে দেখানো হয় প্রেগনেন্ট অবস্থা থেকে। সেই ‘পতিতা’ নিজেই নিজের বাচ্চা প্রসব করায়, নিজের নাড়ি কাটে, বাচ্চা বের করে। পুরো দৃশ্যটাই নাটকে দেখানো হয়। তারপর তো আরো অনেক নাটক করেছি। পরে দেখলাম আর যাই হোক পতিতা চরিত্রে অভিনয় করা অভিনেতা হতে কত জরুরি এবং অনেকেই করলেন। গোলাপী ফিতা আর গোলাপী লিপস্টিক দেওয়া অভিনয় দেখলাম!”
সমালোচকদের উদ্দেশ্যে বন্যা মির্জা বলেন, “আমার মনে হচ্ছে, কদিন পর আপনারাই ঝাঁপিয়ে পড়বেন সমকামী চরিত্র করার জন্য, যাতে আপনাদের সু-অভিনেতা বলা হয়। তখন বাঁধনকে কিছু একটা ক্রেডিট দিয়েন। এখন বরং চুপ থাকেন!”
সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আশিষ বিদ্যার্থী, আলি ফজল, ওয়ামিকা গাব্বি প্রমুখ। নির্মাতা বিশাল ভরদ্বাজ পরিচালিত এই ওয়েব ফিল্মের জন্য বাঁধনসহ অভিনয় শিল্পীরা লুক টেস্ট দেন ২০২১ সালের সেপ্টেম্বরে। আর শুটিং শুরু হয় গত বছরের অক্টোবরে।
গত বছরই শুটিং শেষ হয়ে আসে টিজারও। বলা হয়েছিল এ বছরের শুরুতেই মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু পোস্ট প্রোডাকশন জটিলতায় পড়েছিলেন নির্মাতা ভরদ্বাজ। অমর ভূষণের বই “এসকেপ টু নোহয়ার” অবলম্বনে এ সিনেমা তৈরি হচ্ছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.