Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

বাংলাদেশি মনসুর আহমদ পেলেন ‘ব্রিটিশ কমিউনিটি অনার্স অ্যাওয়ার্ড’

ব্রিটিশ সমাজে কমিউনিটির সংহতি ও একত্রীকরণে অসামান্য অবদানের জন্য হাউস অব লর্ডস ব্রিটিশ কমিউনিটি অনার্স অ্যাওয়ার্ড পেয়েছেন দেশটির জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি মনসুর আহমদ।

শুক্রবার (২০ অক্টোবর) ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকা-দক্ষিণ এশিয়া ও জাতিসংঘ বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমেদ।

যুক্তরাজ্যের কমিউনিটি পর্যায়ে একজন সক্রিয়, নিবেদিত ও অনুপ্রেরণামূলক স্বেচ্ছাসেবী হিসেবে মনসুর আহমদ প্রায় ১৭ বসর ধরে মানবসেবামূলক বিভিন্ন কাজ করে আসছেন। তিনি প্রশংসনীয় অবদান রেখে চলেছেন। ব্রিটিশ সমাজে কমিউনিটির সংহতি ও একত্রীকরণের উদ্দেশ্যে যোগাযোগ রক্ষা, ফুড ব্যাংক ও হাব এ খাদ্য-সামগ্রী সংগ্রহ, বিতরণ, সমন্বয় ও সংযোগ স্থাপন, কমিউনিটির স্কুলগুলোতে শিক্ষাক্ষেত্রে ভূমিকা, স্থানীয় প্রশাসনে সামাজিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নসহ বিভিন্ন গঠনমূলক কর্মকাণ্ডে একজন স্বেচ্ছাসেবী হিসেবে বলিষ্ঠ ভূমিকা পালন করছেন মনসুর আহমদ।

পুরস্কার পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মনসুর আহমদ বলেন, ‘হাউস অব লর্ডসের এ বিরল সম্মাননা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। ব্রিটিশ সমাজে মানবসেবামূলক কর্মকাণ্ডে সম্মানজনক এ স্বীকৃতি নিঃসন্দেহে আমাকে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছে।’

ব্রিটিশ সমাজে বিশেষ অবদান, অব্যাহত সহযোগিতা এবং সেচ্ছাসেবার স্বীকৃতি স্বরূপ ২০২২ সালে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের সম্মাননা– ‘ব্রিটিশ এম্পায়ার মেডেল (বিইএম)’ খেতাব এ ভূষিত হন মনসুর আহমদ এবং ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে স্ত্রীসহ চলতি বছরের ৩ মে রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস-রয়েল গার্ডেন পার্টিতে যোগদান করেন।

মনসুর আহমদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে বি.কম (অনার্স) ও এমএ ডিগ্রি লাভ করেন। তিনি যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্টসের একজন ফেলো মেম্বার। মনসুর আহমদ যিনি পেশায় একজন অ্যাকাউন্টেন্ট। তিনি বর্তমানে যুক্তরাজ্যের অন্যতম বৃহত্তম দাতব্য সংস্থা আল্শিরকাতুল ইসলামীয়ার অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স বিভাগের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আহমদিয়া মুসলিম জামাত, যুক্তরাজ্যের একজন জীবন উৎসর্গকারী সদস্য।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.