Beanibazarview24.com






গত শনিবার রাতে যুক্তরাষ্ট্রের মিশিগানে বাবার ফোন নিয়ে খেলতে গিয়ে এক হাজার ডলারের খাবার অর্ডার করে বসেন ছয় বছরের শিশু। এরপরই শুরু হয় লঙ্কা কাণ্ড। খাবার অর্ডার করার পর পরই বাড়ির দরজায় হাজির হয় ডেলিভারি ম্যান। ওই শিশুর বাবা-মা জানান, তারা সিসিটিভির ফুটেজ থেকে দেখতে পান তাদের বাসার সামনে খাবার নিয়ে অনেকগুলো মানুষ হাজির হয়েছে। কিন্তু তারা কিছুই বুঝে উঠতে পারছিলেন না।




শিশুটির বাবা সিএনএনকে দেওয়া সাক্ষাতকারে বলেন। এটা কী হচ্ছে? একজন গাড়ি চালককে জিজ্ঞাসা করলাম কেন আপনারা আমার জন্য এত খাবার নিয়ে এসেছেন? তখনই তিনি দেখতে পান তারা ছেলে গ্রুবহাব অ্যাপ ব্যবহার করে খাবারের অর্ডার দিয়েছে।




তার ছেলে মাসন যে খাবারগুলো অর্ডার করেছে তার মধ্যে ছিল- চিংড়ি, শর্মা, সালাদ, চিকেন পিটা মোড়ানো, স্যান্ডইউচ, মরিচের সস, আইসক্রিমসহ আরও অনেক খাবার। এছাড়া ৪০০ ডলারের পিৎজাও অর্ডার করা হয়।




শিশুটির বাবা এমন পরিস্থিতি দেখে রেস্টুরেন্টগুলোতে ফোন করে খাবার অর্ডার বন্ধ করতে বলেন। কেন এত খাবার পাঠানো হচ্ছে জানতে চান। কিন্তু রেস্টুরেন্ট থেকে তাকে জানানো হয় গ্রুবহাবের সঙ্গে যোগাযোগ করতে। পরে তারা এসব খাবারগুলো প্রতিবেশীদের মাঝেও বন্টন করেন।







Comments are closed, but trackbacks and pingbacks are open.