Beanibazarview24.com






বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা আপনজনদেরও মধ্যে অনেকেই করো’না আ’ক্রান্ত হয়ে মা’রা যাচ্ছেন। এসব রেমিটেন্স যোদ্ধার মৃ’ত্যু মানেই একটি পরিবারের মৃ’ত্যু। মধ্যেপ্রাচ্যের দেশ বাহরাইনে করো’না আ’ক্রান্ত হয়ে বাংলাদেশী মৃ’ত্যূর ঘটনা দিনদিন বাড়ছে।




এবার বাহরাইনে বাহরাইনে করো’না ভাই’রাসে আ’ক্রান্ত হয়ে গো’লাপগঞ্জের এম’দাদুল ইস’লাম এমাদ (৩৫) নামের এক যুবকের মৃ’ত্যু হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২টা ২০মিনিটের সময় বাহরাইনের একটি হাসপাতা’লের আইসিউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃ’ত্যুবরন করেন।




এমাদুল ইস’লাম পৌর এলাকার ইয়াগুল গ্রামের খছরু মিয়ার প্রথম ছে’লে। এমাদুল ইস’লামের মৃ’ত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর চাচা এডভোকেট জয়নাল আবেদিন জয়নাল।
এদিকে এমাদুল ইস’লামের মৃ’ত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তার এই অকাল মৃ’ত্যুতে বার বার মুর্ছা যাচ্ছেন এমাদুল ইস’লামের পিতা ও মাতা।
Comments are closed, but trackbacks and pingbacks are open.