Beanibazarview24.com
বিমানে পারফিউম ব্যবহার করা যাবে না। এমনই নির্দেশনা দেওয়া হয়েছে ভারতে পাইলট ও ফ্লাইট ক্রুদের জন্য। বিশেষ একটি কারণে এই সিদ্ধান্ত নিতে নিতে যাচ্ছে দেশটির ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন ( ডিজিসিএ)।
এই নিয়ম চালু হলে ভারতের পাইলট ও ফ্লাইট ক্রুদের বিমানে ওঠার সময় পারফিউম ব্যবহার করতে দেওয়া হবে না। যারা এই নিয়ম মানবে না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।
ভারতের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পারফিউম ছাড়াও যেসব ওষুধ ও মাউথওয়াশে অ্যালকোহল রয়েছে সেগুলো নিষিদ্ধ করতেই এই উদ্যোগ নিয়েছে ডিজিসিএ। মূলত, ব্রেথলাইজার পরীক্ষায় পারফিউম প্রভাব ফেলতে পারে, সেই চিন্তা থেকেই এই সিদ্ধান্ত।
ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন সম্প্রতি তার মেডিক্যাল পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তনের প্রস্তাব করেছে। এটি পাইলট এবং ক্রু সদস্যদের জন্য অ্যালকোহল পরীক্ষা করার প্রক্রিয়া পরিবর্তন করতে চলেছে। ডিজিসিএ তার প্রস্তাবে বলেছে, এখন ক্রু সদস্য বা পাইলটরা অ্যালকোহলযুক্ত কোনো ওষুধ, সুগন্ধি বা দাঁতের প্রোডাক্ট ব্যবহার করবেন না। টেস্ট পজিটিভ এলে ওই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। সেই সঙ্গে এই প্রস্তাবে এটাও বলা হয়েছে যে, কোনো ক্রু সদস্য যদি এই ধরনের ওষুধ খান, তাহলে তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
বিমানে পারফিউমের ওপর নিষেধাজ্ঞার পেছনে কারণ কী ?
পারফিউমে অল্প পরিমাণে অ্যালকোহল থাকে। এই পরিস্থিতিতে পারফিউমে সামান্য অ্যালকোহল ব্রেথ অ্যানালাইজার পরীক্ষাকে প্রভাবিত করতে পারে কিনা তা প্রস্তাবিত প্রতিবেদনে স্পষ্ট নয়। অ্যালকোহল সম্পর্কিত নিয়মগুলো ভারতের বিমান সংস্থাগুলোর পাইলট এবং ক্রু সদস্যদের জন্য অত্যন্ত কঠোর। এই পরিস্থিতিতে এয়ারলাইন্স এবং ডিজিসিএ উভয়ই ক্যামেরার নজরদারিতে এই পরীক্ষা করবে।
তথ্যসূত্র: এইসময়
Comments are closed, but trackbacks and pingbacks are open.