Beanibazarview24.com






যুক্তরাজ্য প্রবাসী সাহাব উদ্দিন চঞ্চল ঢাকা থেকে বিয়ানীবাজারগামী শ্যামলী পরিবহনে লাগেজ নিয়ে যাত্রা করেন। অন্য যাত্রীদের মতো লাগেজগুলো বাসের টোলবক্সে রাখা হয়। আজ সোমবার রাত সাড়ে ৯টায় বিয়ানীবাজার আসার পর তার তিনটি লাগেজের মধ্যে দুইট পেলেও অপরটি পাননি।



এ ঘটনাটি ছড়িয়ে পড়লে তার স্বজনরা কলেজ রোডের ত্রিমুখে ছুটে যান। গাড়ি টোলবক্সে কোন লাগেজ নেই। স্থানীয়রা শ্যামলী পরিবহনের বাসটি অবরুদ্ধ করে রেখেছেন। প্র প্রতিবেদন লেখা পর্যন্ত বাসটি বিয়ানীবাজার পৌরশহরের উত্তরবাজারের শ্যামলী কাউন্টারে নিয়ে যাওয়া হচ্ছে।



সাহাব উদ্দিন চঞ্চল যুক্তরাজ্য আওয়ামী লীগের দায়িত্বশীল নেতা। তার বাড়ি বিয়ানীবাজার উপজেলার মাথিউরা পূর্বপাড় এলাকায়।
সূত্রঃ বিয়ানীবাজার নিউজ২৪
























Comments are closed, but trackbacks and pingbacks are open.