Beanibazarview24.com
২০১৯ সালে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর অন্যতম প্রতিযোগী ছিলেন রাফাহ নানজিবা তোরসা। এ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে “মিস ওয়ার্ল্ড”-এর আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি। এবার দলীয় একটি বিশ্বরেকর্ডের ভাগীদার হলেন এ বাংলাদেশি মডেল।
বিশ্বের সর্বোচ্চ মোটর চলাচল উপযোগী সড়ক উমলিং লায়ের অবস্থান ভারতের লাদাখে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৯ হাজার ২৪ ফুট উচ্চতায় অবস্থিত সড়কটি বিশ্বের সবচেয়ে উঁচু যান চলাচলের উপযোগী সড়ক হিসেবে স্বীকৃত। ভাইব্রেন্ট লাদাখ ফেস্টিভ্যালের অধীনে সম্প্রতি একটি আন্তর্জাতিক ফ্যাশন শো আয়োজিত হয়।
উমলিং লা নামের সড়কে আয়োজিত ওই ফ্যাশন শো তোরসাসহ মোট ১২ জন মডেল অংশ নেন। ‘বসুধৈব কুটুম্বকম’ অর্থাৎ ‘এক বিশ্ব এক পরিবার’ স্লোগানকে সামনে রেখে বিশ্বের সবচেয়ে উঁচু যান চলাচলের উপযোগী সড়কে অনুষ্ঠিত ফ্যাশন শোকে বিশ্বরেকর্ডের স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড কর্তৃপক্ষ।
এই প্রথম কোনো বাংলাদেশি মডেল-অভিনেত্রী গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ভাগীদার হলেন। ফ্যাশন শোয়ে অংশ নেওয়া সব মডেলকেই আলাদা আলাদা সনদ দেওয়া হবে। শিগগিরই গিনেস বুক অব ওয়ার্ল্ড কর্তৃপক্ষের সেই সনদ হাতে আসবে বলেও জানান তোরসা।
বিশ্বরেকর্ডের অংশীদার হওয়ায় যারপনাই উচ্ছ্বসিত তোরসা বলেন, ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মতো এমন একটি জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে পেরেছি, এটা আমার জন্য গর্বের। এই আয়োজনে বিজিএমইএ (বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি) আমাকে অনেক সহযোগিতা করেছে। ভবিষ্যতেও দেশ, শোবিজ ও গার্মেন্টস খাতে এমন আরও অর্জনের চেষ্টা করে যাব।’
Comments are closed, but trackbacks and pingbacks are open.