Beanibazarview24.com





বিয়ানীবাজারে আলোচিত ব্যবসায়ী সৈবন হত্যা মামলার প্রধান আসামী জাকির জামিনে মুক্তি পেয়েছেন। একটি বিশ্বস্থ সুত্র এ খবরটি নিশ্চিত করেছেন।
জামিনে বের হওয়ার দুইদিন পর তিনি তার সোশ্যাল মিডিয়া ফেসবুক আইডিতে জামিন ছবিসহ পোস্ট দিয়ে জামিনে মুক্ত হওয়ার খবর জানান।
এব্যাপারে বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) জাহিদুল হক জানান, জাকিরের জামিনের খবরের ব্যাপারে তার জানা নেই। তবে সৈবন হত্যা মামলার চার্জশীট ইতিমধ্যে দেয়া হয়েছে।
জাকিরের জামিনের ব্যাপারে বিয়ানীবাজার জামান প্লাজার ব্যবসায়ী সহিব উদ্দিন সৈবনের বড় ছেলে আবির জানায়, এব্যাপারে তার কিছু জানা নেই তার নানা আব্দুর রহিম এব্যাপারে জানতে পারেন। নিহত ব্যবসায়ী সৈবনের শ্বশুড় আব্দুর রহিমের সাথে কথা বললে তিনিও কিছুই জানেন না বলে জানান।
উল্লেখ্য, এবছরের ২৭ এপ্রিল শুক্রবার বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকায় সৈবন মিয়ার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
সূত্রঃ বিয়ানীবাজার টাইমস
Comments are closed, but trackbacks and pingbacks are open.