Beanibazarview24.com





আজ শনিবার (২৪ নভেম্বর) বিকাল ৩টায় বিয়ানী বাজার উপজেলার বৈরাগী বাজার সংলগ্ন কুশিয়ারা নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। ১২ নভেম্বর রাতে নিখোঁজ হন জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের উজিরপুর গ্রামের মৃত ছিদ্দেক আলীর ছেলে মাহমদ আলী।
মাহমদ আলীর ভাতিজা খালেদ আহমদ এ লাশটিই মাহমদ আলীর বলে সনাক্ত করেন।
মাহমদ আলীর ভাই সামছ উদ্দিন জানান, বড়চালিয়া গ্রামের শুক্কুর আলী নামের এক মাদক ব্যবসায়ী ১২ নভেম্বর মাহমদ আলীকে বাড়ী থেকে বের করে নেয়। এর পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। সামছ উদ্দিন অভিযোগ করেন, মাদক ব্যবসায়ীর একটি গ্রুপ তাকে পরিকল্পিতভাবে হত্যা করে কুশিয়ারা নদীতে ফেলে দিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.