Beanibazarview24.com






বিয়ানীবাজারে চালু হতে যাচ্ছে গেইট লক সার্ভিস। বিয়ানীবাজার থেকে সিলেট যাওয়া আসা তে ভোগান্তি দূর হবে এই গেইট লক সার্ভিসের মাধ্যমে।
জানা যায়, ১৮ নভেম্বর (রবিবার) সকাল ৭টা থেকে এই গেইট লক সার্ভিস চালু হবে।বিয়ানীবাজার থেকে সিলেট যাতায়াতে মাত্র ৮০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।সিলেট যাতায়াতের পথে মাত্র দুইটি বিরতি নেয়া হবে বলে জানা যায়।
সিলেট জকিগঞ্জ মটর মালিক গ্রুপ এবং সিলেট জকিগঞ্জ মাইক্রো/মিনিবাস মালিক সমিতির যৌথ উদ্যোগে এই গেইট লক সার্ভিস চালু করা হবে।
কর্তৃপক্ষের সাথে আলাপ কালে তারা কে জানান, আগামীকাল রবিবার থেকে নতুন সংযোজন গেইট লক সার্ভিসের যাত্রা। সকাল ৭টা ৫মিনিট,সকাল ৮টা ৫মিনিট,সকাল ৯টা ৫মিনিট এবং বিকাল ৪টা ৩০মিনিটে চলাচল করবে গেইট লক বাস।
তবে এই নিয়ে সাধারন জনতার আগ্রহের কমতি নেই। নিশাত নামের একজন যাত্রী জানান, এটি অবশ্যই ভালো উদ্যোগ।তবে ৫ মিনিট পর পর যেন বিরতি না নেয় সে বিষয়ে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান তিনি।
সূত্রঃ বিয়ানীবাজার টাইমস
Comments are closed.