Beanibazarview24.com





বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী বসুন্ধরা ক্রিকেট ক্লাবের উদ্যোগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় শতাধিক মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর ২০ কেজি চাল, ৫ কেজি ডাল, ১০ কেজি আলু, ৫ পেঁয়াজ,, ৩ লিটার তৈল ও ১ টি করে সাবান বিতরণ করা হয়।
ক্লাবের দায়িত্বশীলরা বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া মধ্যবিত্ত পরিবারের কথা চিন্তা করে এই উদ্যোগ গ্রহন করা হয়। প্রতিটা পরিবারের এক মাসের খাদ্য মজুদ দেয়া হয়েছে। ক্লাবের দেশি ও প্রবাসী সকল সদস্য আর্থিকভাবে সহযোগিতা করেছেন। ক্লাবের সকল সদস্যদের অক্লান্ত শ্রমে এই কার্যক্রম বাস্তবায়নে সফলতা এসেছে। তাই ক্লাবের দেশি বিদেশি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকল বিত্তবানদের দেশের এই দূর্যোগময় সময়ে কর্মহীনদের পাশে এগিয়ে আসার আহবান জানান তারা।
Comments are closed, but trackbacks and pingbacks are open.