Beanibazarview24.com






গত কিছুদিন আগে ঢাকা থেকে যুক্তরাজ্য প্রবাসী শ্যামলী বাসে বিয়ানীবাজার আসার পথে তার হারিয়ে যাওয়া লাগেজ পাওয়া গেছে। ঢাকা থেকে বিয়ানীবাজারগামী শ্যামলী বাস থেকে যুক্তরাজ্য প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ পাওয়ার খবর জানিয়েছিলো বিয়ানীবাজার শ্যামলী বাসের কাউন্টার থেকে।



লাগেজ উদ্ধারের খবর পেয়ে কাউন্টার পরিচালক বিয়ানীবাজার উপজেলা শ্রমিক লীগ সভাপতি মানিক উদ্দিন লাগেজ আনতে ছুটে যান মৌলভীবাজার। তবে মৌলভীবাজারে যে লাগেজ উদ্ধার হয়েছে সেটি শ্যামলী বাসে হারিয়ে যাওয়া সেই লাগেজ নয়।



এব্যাপারে কাউন্টারের পরিচালক আরাফাত দুঃখ প্রকাশ করে জানান, প্রথমে লাগেজের ব্যাপারে কর্তৃপক্ষ আমাদের খবর দেয়ায় আমরা মনে করেছিলাম এটি খোয়া যাওয়া ঐ লাগেজ। তবে ঘটনাস্থলে আমরা গিয়ে দেখি এটি হারিয়ে যাওয়া সেই লাগেজ নয়, এটি এনার বাস থেকে পড়া লাগেজ যেটি একজন সিএনজি চালক পেয়ে বাস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।
























Comments are closed, but trackbacks and pingbacks are open.