Beanibazarview24.com






৪৭ বছর পর হলেও সীমান্ত পিলার থেকে পাকিন্তান নামটি মুছে বাংলাদেশ লিখা হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও বিয়ানীবাজারের সুশীল সমাজ দীর্ঘদিন থেকে বাংলাদেশ-ভারত সীমান্ত পিলারে বাংলাদেশ অংশে পাকিস্তান নামটি মুছে বাংলাদেশ নাম সংযোজন করার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে বিজিবি ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের সদর দপ্তর থেকে গত এক সপ্তাহে নিজস্ব অর্থায়নে সীমান্তের ১৩৬টি পিলারে বাংলাদেশ অংশে লেখা পাকিস্তান নামটি মুছে ফেলা হয়।



দেশ স্বাধীন হওয়ার ৪৭ বছর পর সীমান্ত পিলারে পাকিস্তান নামটি মুছে ফেলায় সীমান্ত এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন। একই সাথে ক্ষোভ প্রকাশ করেন সীমান্ত এলাকা নয়াগ্রাম এলাকার বাসিন্দারা। তারা জানান, ১৯৭১ সালে পাকসেনাদের সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ লড়াই হয়েছে।
তিনদিনের সে যুদ্ধে টিকতে না পেরে পাকিস্তান সেনারা পালিয়ে যায়। এ যুদ্ধে নয়াগ্রামের বহু পরিবার স্বজন হারিয়েছে। গ্রামের যুবক আল আমিন বলেন, গ্রাম ঘেঁষে থাকা সীমান্ত পিলারে গত ৪৭ বছর ধরে পাকিন্তান লেখা দেখে আসছি। যা খুব কষ্ঠের। যাঁরা স্বজন হারিয়েছেন এ কষ্ঠের বিষয়টি কেবল তারাই বুঝতে পারবেন।
বিজিবি ৫২ ব্যাটালিয়ন সদর দপ্তর সূত্রে জানা যায়, বিয়ানীবাজার উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে বড়গ্রাম, নয়াগ্রাম ও গজুকাটা বিওপি’র আওতাধীন ১৩৬ সীমান্ত পিলারে পাকিস্তান নাম লিখা ছিল। ১৯৪৭ সালে দেশভাগের সময় সীমান্ত পিলারে ইন্ডিয়া ও পাকিস্তান লেখা হয়।
সীমান্তের ওই অংশের ০৩টি মেইন পিলার, ৫৩টি সাব পিলার এবং ৮০টি টি পিলারের নাম পরিবর্তন করা হয়। নাম পরিবর্তন কাজে বিজিবিকে বিএসএফ সহযোগিতা করেছে। গত ১৬ নভেম্বর শুরু হওয়া নাম পরিবর্তন কাজ শেষ হয় গত ২৩ নভেম্বর।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল, পিএসসি বলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সমন্বয়ে নাম পরিবর্তন ও সংযোজন কাজটি সার্ভেযারদের করার কথা ছিল। বিজিবি ৫২ ব্যাটলিয়ন থেকে একাধিকবার আবেদন করার পর সাড়া পাওয়া যায়নি। যার কারণে আমরা নিজস্ব অর্থায়ন ও উদ্যোগে কাজটি সম্পাদন করেছি।
সূত্রঃ বিয়ানীবাজার নিউজ২৪
Comments are closed, but trackbacks and pingbacks are open.