Beanibazarview24.com






বিলেতের নোটে এবার স্থান পেতে পারে বাঙালির ছবি! ৫০ পাউন্ডের নোট উজ্জ্বল করে থাকতে পারেন বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। ব্যাংক অব ইংল্যান্ডের নতুন ৫০ পাউন্ডের নোট চালু করার আগে এমন প্রস্তাবই উঠেছে।



ইংল্যান্ডের বিজ্ঞান ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এমন কোনও ব্যক্তির ছবিই ব্যবহার করা হবে এই নোটে। কিন্তু কার ছবি? এজন্য চলছে মনোনয়নের পালা। তবে মনোনীত ব্যক্তি কোনও কাল্পনিক চরিত্র হলে চলবে না, জীবিত হলেও তার নাম মনোনয়নের জন্য পাঠানো যাবে না।



২ নভেম্বর থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। সেই তালিকাতেই উঠে এসেছে আচার্য জগদীশচন্দ্র বসুর নাম।তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নিয়ে তার কাজ দুনিয়াজুড়ে আজ স্বীকৃত।
শুধু জগদীশচন্দ্র বসুই নয়, প্রাথমিক এই মনোনয়নে স্থান পেয়েছেন পেয়েছেন আরও এক ভারতীয় বিজ্ঞানী শ্রীনিবাস রামানুজন। এছাড়া রোনাল্ড রস, স্টিফেন হকিং প্রমুখ খ্যাতনামা বিজ্ঞানীরাও রয়েছেন এই তালিকায়।এই তালিকায় থেকেই চূড়ান্ত নাম নির্বাচন করা হবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.