Beanibazarview24.com







সিলেট-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন।
শুক্রবার বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঢাকার ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
ড. মোমেনের দলীয় মনোনয়ন ফরম কেনার টাকা দিয়েছেন তাঁর বড় ভাই অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, জেলা যুবলীগ নেতা এডভোকেট আফছার আহমেদ, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জাবেদ সিরাজ, কায়েস আহমেদ, সুহেল আহমেদ, রুবেল আহমদ প্রমুখ।
প্রসঙ্গত, অর্থমন্ত্রী নিজেও দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি জানিয়েছেন, নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করবেন। তবে তিনি নির্বাচন করবেন না। যদি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র কোনো কারণে বাতিল হয়, তবেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।