Beanibazarview24.com
বাংলাদেশি নাগরিককে পুড়িয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত হলেন আরেক বাংলাদেশি। মালয়েশিয়ার পেরাক রাজ্যের লেংগংয়ের কুয়াকের একটি আদালতে তাকে অভিযুক্ত করা হয়। ওই বাংলাদেশির নাম মোহাম্মদ মকবুল হোসাইন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আদালতে অভিযোগ পড়ে শোনানো হয় আসামি মোহাম্মদ মকবুল হোসাইনকে। দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী মকবুল হোসাইনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আসামি দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড বা ৪০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন।
অভিযোগটি মালয় ভাষায় হওয়ায় আসামি মকবুল হোসাইন বুঝতে পারেননি। ফলে তার কোনো স্বীকারোক্তি রেকর্ড করা হয়নি।
ডেপুটি পাবলিক প্রসিকিউটর সুফি আইমান আজমি প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন এবং আসামিপক্ষে কোনো প্রতিনিধি না থাকায় একজন দোভাষী নিয়োগের জন্য ২০ অক্টোবর পরবর্তী তারিখ ধার্য করেন বিচারক মোহাম্মদ শাজমির জামহারি।
আদালত সূত্রে জানা গেছে, ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে লেংগং কুয়াকের কাম্পুং পেংকালান ইকানের একটি কলা বাগানে মো. মনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করার পর শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় আসামি করা হয় মকবুল হোসাইনকে।
নিহত বাংলাদেশি শ্রমিকের মরদেহ মালয়েশিয়ায় তার বাসা থেকে প্রায় ১০ মিটার দূরে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ ঘটনার পর তল্লাশি চালায় স্থানীয় পুলিশ। এরপর ১০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে পেরাকের কুয়ালা কাংসারের জালান কাম্পুং জামুয়ানের রাস্তার পাশ থেকে নিহত বাংলাদেশির বন্ধু মকবুল হোসাইনকে আটক করে পুলিশ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.