Beanibazarview24.com






আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের ঢল থামাতে বিপুলসংখ্যক মার্কিন সেনা মোতায়েন করেছে ট্রাম্প সরকার। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও হোমল্যান্ড সিকিউরিটির ঘোষণা অনুযায়ী, নতুন আইনে অবৈধ অভিবাসনপ্রত্যাশীরা দেশটিতে আশ্রয়ের সুযোগ পাবেন না।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রচার অভিযানে এই ইস্যুকে প্রধান এজেন্ডা হিসেবে তুলে ধরেছিলেন। এটিকে ‘অন্তর্বতীকালীন চূড়ান্ত আইন’ হিসেবে গণ্য করা হচ্ছে।
উত্তর মেক্সিকো দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশকালে মধ্য আমেরিকার দেশগুলোর অভিবাসনপ্রত্যাশীদের অব্যাহত ক্যারাভান যাত্রা রুখতে সীমান্তে সেনা মোতায়েন করায় ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করছেন মানবাধিকার কর্মী ও সংগঠনগুলো। কিন্তু সেদিকে বিন্দুমাত্র মনোযোগ দিচ্ছে না ট্রাম্প সরকার।
যদিও যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, অভিবাসীরা নিজ দেশে সহিংসতার কারণে ফিরতে না চাইলে তাঁদের আশ্রয় দাবির বক্তব্য শোনার বাধ্যবাধকতা রয়েছে। আন্তর্জাতিক আইনে এ ধরনের ব্যক্তিরা শরণার্থী হিসেবে বিবেচিত হন।
নতুন অভিবাসন আইনে স্পষ্ট বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দিয়ে কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশ করলেও তাঁরা আশ্রয় সুবিধার জন্য আবেদন করতে পারবেন না। হোমল্যান্ড সিকিউিরিটির পক্ষ থেকে আরো জানানো হয়েছে, খুব শিগগিরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইনটিতে স্বাক্ষর করবেন এবং এটি পুরোদমে কার্যকর হবে।
Comments are closed.