Beanibazarview24.com





যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশ সোসাইটির দুই বারের সফল সভাপতি কামাল আহমদ আজ ভোর ৪ টা ৩০ মিনিটে সেখানকার আলমাস্ট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্না—রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক আব্দুল আহাদ।



জানা গেছে, নিউইয়র্কের বসবাসরত বাঙালি কমিউনিটির বিশ্বস্ত প্রিয়জন সুখ-দুঃখে সবসময় সবার আগে যে মানুষটিকে পাওয়া যেতো তিনি হলেন বিয়ানীবাজারের কৃতিসন্তান কামাল আহমেদ। দীর্ঘ ৪০ বছর ধরে মানবসেবায় নিজের সকল স্বার্থকে জলাঞ্জলি দিয়ে প্রবাসীদের কাছে হয়ে উঠেছেন ‘কামাল ভাই’।



নিউইয়র্কের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সম্পৃক্ত থেকে প্রবাসীদের দাবি আদায়সহ সবসময় তাদের পাশে থেকে প্রবাসীদের কল্যাণে কাজ করেছেন তিনি।
সাংবাদিক আহাদ তার ফেইসবুকে নিউজফিডে উল্লেখ করেন, এই করোনার সময়ে নিউইয়র্কে কোন বাংলাদেশী মারা গেলে যে সংগঠন দাফন কাফনের ব্যবস্থা করতো-সেই সংগঠন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদ ইন্তেকাল করেছেন করোনায় আক্রান্ত হয়ে। তিনি ছিলেন মানবতার ফেরিওয়ালা।
তাঁর মৃত্যুতে অনেক বেশি ক্ষতি হয়ে গেলো যুক্তরাষ্ট্রের বাংলাদেশীদের।
Comments are closed, but trackbacks and pingbacks are open.