Beanibazarview24.com






ডার্লিংটনের এক ব্রিটিশ-বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীর লাইসেন্স বাতিল হয়েছে। ‘আকবর ডাইনেস্টি’ নামের এই রেস্টুরেন্টের মালিকের নাম আব্দুল মান্নান শেবুল আলী। তিনি তাঁর রেস্টুরেন্টে অবৈধ ইমিগ্রেনটদের চাকুরি দিতেন এবং তাদের মজুরি হিসাবে দিতেন কাস্টমারের ফেলে যাওয়া খাবার।




গত বছর ইমিগ্রেশন পুলিশের এক অভিযান পরিচালিত হয় আকবর ডাইনেস্টি’ রেস্টুরেন্টে। তখন অবৈধ ইমিগ্রেনট কর্মীরা টয়লেটে লুকিয়ে থাকে; কেউ কেউ কাস্টমারের অভিনয় করে।
অভিযানে ধরা পড়ার পর রেস্টুরেন্টের একজন কর্মী তাঁর সাক্ষাৎকারে বলেন, তাঁর মজুরি দেয়া হতো গভীর রাতে কাস্টমারের ফেলে যাওয়া আধ-খাওয়া খাবার দিয়ে।
ডার্লিংটন কাউন্সিলের লাইসেন্সিং কমিটির শুনানিতে বলা হয়, অবৈধ লোকদের চাকুরী দেয়ার দায়ে ২০১৯ সালে ৩৫ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছিল আব্দুল মান্নান শেবুল আলীকে।
রিপোর্ট বাংলা নিউজ রোম
Comments are closed, but trackbacks and pingbacks are open.